অনিশ্চয়তার মাঝে আমার বেঁচে থাকা
কতশত ভাবনার প্রতিচ্ছবি মনের মাঝে আঁকা
তোমার কথার প্রতিধ্বনি
বারবার আমাকে বলে যায়
আমি আছি
আমি তোমার জন্যই আছি
ঠিক তার মাঝেও বড্ড না পাওয়ার হাহাকার
আমার কোন অভিযোগ নেই, তবে রয়েছে দুঃখ্য জমা বিশাল পাহাড়
সেই পাহাড় কেটে যখন তুমি
মাঝে মাঝে বৃক্ষরোপণ কর
আমি অক্সিজেন এর অভাবটা পূরণ করে নেই
ঠিক তার মাঝেও নেমে আসে বৃক্ষনিধন অভিযান
শেষ অক্সিজেনটুকু হারিয়ে আমি যখন মৃত প্রায়
ঠিক তখনি আবার তোমার কথার প্রতিধ্বনি
কানে কানে বলে যায়
আমি তো আছি
তোমার জন্যই আছি।
আরফিন সুপ্রভা- কবি, সাহিত্যিকও মডারেটর চেতনায় সাহিত্য।