কতোটা আঘাতে কতো ডিগ্রী তাপমাত্রায়
চোরাবালি মরুর বুকে দুঃখ লুকানো?
অশ্রুর ধারা ঝর্ণা হয়ে ঝরে
পাহাড়ের মতো নিঃসঙ্গ একাকী।
হাড় পাঁজর ভেদ করে বুক ভাসানো কান্না
এমনও হাজার প্রশ্নবিদ্ধ হয়েছো কখনো?
শৃঙ্খলের লাগাম ছিঁড়ে অতৃপ্ত দহনে
হৃদয় পোড়ার কান্না শুনেছো? শোননি।
নিয়তির আমোঘ নিয়মের বুক চিঁরে
সত্যি একদিন ফিরে যাবো আপন নীড়ে।
ভালোবাসার বিষাক্ত নীল শুষে
সুখের বাসনায় খুঁজে নেবো অমৃতের স্বাদ।
তোমাকে ভালোবাসি, তাই আকাশের বুকে
অজশ্র নক্ষমালা চমকিত খেলা করে।
সমুদ্রতটে নুড়ি পাথরের গড়িয়ে পড়া
বিষাদের তৃষ্ণা ভুলে, সুখের বাসনায়।
তোমার সুদীপ্ত উষ্ণতায়,প্রেমের অনন্ত পিপাসায়
তৃষ্ণার্ত ভালোবাসা নেশাতুর পাগলপারা।
কিছু ঘুমন্ত স্বপ্ন,সুপ্ত প্রতিভা ছটফট করে
নিবিড় অরণ্যে স্তব্দ নীড়হারা পাখির মতো।
ছুটে চলা নিঃসঙ্গ গাংচিলের,
প্রণয়সুরে ভালোথাকার আত্মচিৎকারে।
স্বর্গীয় ভালোবাসার তীব্র হতে তীব্রতর,
মহামিলনের এক কঠিন প্রতিজ্ঞায়।
আমা হতে যখন তুমি একটু দুরে!
পারভীন আকতার পারু – কবি, সাহিত্যিক ও সংগঠক।