Take a fresh look at your lifestyle.

অনাগত স্বপ্ন

509

 

 

আজ যে বড়ো ইচ্ছে করছে তোমার হাতের উপর আমার অশান্ত হাত’টি রাখতে!
অনুভূতি জাগিয়ে ভাবছি
এই মুহুর্তে তুমি থাকতে পাশে।
আমার একলা থাকার গল্প বলতাম
তোমার বুকের কাছে সবকিছু সঁপে!
দ্বিপ্রহরের শুষ্ক হাওয়ায় মিলিয়ে যেতাম দুজন একটু শীতল পরশ পেয়ে,,,
আমি ইচ্ছে করেই সরে আসতাম তোমার খুব কাছে!

আজ যে ভীষণ ইচ্ছে করছে সারাটাক্ষণ থাকি তোমার আশেপাশে।
সুখ গুলো সব ছুঁয়ে যেতাম তোমার পরতে……
তুমি দখিনা হাওয়ায় মেলে ধরতে আমার ইচ্ছে গুলোকে!

 

মিতা – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.