বাংলার মায়াবী ‘বোধ’ কুঁড়ে খায় অনিবার্য ট্রাম
খবরটা এনেছিল সন্ধ্যার বিষন্ন টেলিগ্রাম।
টরেটক্কা অক্কা পেয়েছে, পাখিরা শিকার করে
ধেনো মাজরা পোকা
ক্ষণিক বিশ্রামে বসে প্রাণহীন পরিত্যক্ত তারে।
ভূতল কেবল ছুঁয়ে বাজে রেলোয়ের সিগনাল।
দিন দিন পুণ্যভূমি জুব্বা ছেড়ে স্যুট টাই পরে
সউদ বংশীয় প্রিন্সেরা, শুনেছি ভীষণ কালচার্ড,
নিকি মিনাজের ন্যাদাকালা পাছার নর্তনে নাকেমুখে বুঁদ হয়ে নাচে।
মক্কা থেকে গুচ্ছকাম শিখে আসে প্রবাসী শ্রমিক।
আমার সতেজ গ্রাম এখন ধুসর, নগুরে নটীর ধাঁচে
বাঁকা হাসে, টুকটুকে লিপস্টিক ঠোঁটে, ছুঁয়ে দিলে
শহরের বেলেল্লা আঙুল।
রাবেয়া, জমিলা শুনি বস্ত্রবালিকা, সুখে আছে
কারখানার পিএম নাকি লোক ভালো, ওটি দেয়
চোখে চোখে রাখে, ফাঁক পেতে, নিত্য বুক টেপে।
ছাতারে, দোয়েল গেছে, ‘হায় চিল’, তুমিও ফেরারি
উড়ে গেলে কতকাল, কোথায় কে জানে, চুপিসারে!
#মুজতাহিদ ফারুকী – কবি, সাহিত্যিক ও গবেষক।