বিষাদমাখা সন্ধ্যে বেলা
হাজার স্মৃতির ভীরে
মন কেন যে ছুটে বেড়ায়
শৈশবের সেই নীড়ে।
ইট- পাথরের শহর ছেড়ে
চল ছুটে যাই-
শ্যামল গায়ের ছোট্ট নীড়ে
শান্তি খুঁজে পাই।
সেই মাটিতে আছে যে ভাই
আমার নাড়ী পোঁতা,
নাড়ীর টান আর মাটির টান কি
এতই সোজা ভোলা!
ছোট্ট বাড়ি ছোট্ট উঠোন ছোট্ট সুখের নীড়
গাছ-গাছালি আর পাখ-পাখালির
শান্ত সুনিবিড়।
আজও সেথায় ঘুম ভাঙ্গে ভাই
রাজ মোরগের ডাকে
আড় মোড়া ঐ ঘুমের ঘোরে
রাখাল বালক ছোটে।
কৃষক ভাইয়ের দিন শুরু হয়
কাক ডাকা সেই ভোরে
লাঙ্গল কাঁধে ঘাম ঝরিয়ে
স্বপ্নের বীজ বুনে।
কৃষক ভাইয়ের ঘামে গড়া
আমার সোনার দেশ
সেই দেশেতে জন্ম আমার
গর্বের নেইকো শেষ।
নাজমা সিরাজী- কবি ও সাহিত্যিক।