এভাবেই তোমাকে লিখে যাই
চেনা অচেনা মুশকিল শহরে তোমাকে আমার চাই ও-ই।
সন্ধ্যা অথবা তৃতীয় প্রহরে তোমার শহরে যদি
রাষ্ট্রদূত হয়ে হাজির হই?
কি হবে তখন?
চোখ দুটো ত্যাড়া না করে বলোনা প্লিজ
কি হবে তখন?
আমি যে আমার মাঝে নেই
হয়ে গেছি কবিতা–
কবির কবিতার পঙ্গুতিমালা।
শিপা মীম- কবি ও সংগঠক।