তোমাকে বলছি,
হুম তোমাকেই…
কখনো কি মনে হয় না কারো ভালোবাসায় আঁকড়ে বাঁচি
কিংবা কারো আঙুলে আঙুল রেখে পরম নির্ভরতায় দীর্ঘ পথটা হেঁটে যাই?
হুড তোলা রিক্সাতে করে দুজনে শাড়ি-পাঞ্জাবি পড়ে কাউকে বুকে জড়িয়ে
গল্প, গান কিংবা কবিতা বলতে বলতে পথের পর পথ পেরিয়ে নদীর পাড়ে গিয়ে বসি।
শেষ বিকালটা এক মুঠো বাদাম হাতে নিয়ে অতীত আর ভবিষ্যতের সব গ্লানি কিংবা প্রাপ্তির কথা বলতে বলতে কেটে যাক,
আর পাশ ফিরে কোন বুনোফুল পেলে
সেটা প্রেয়সীর খোঁপায় পড়িয়ে কাজল চোখের মায়ায় পড়ে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে থাকতে সন্ধ্যা নেমে আসুক।
সত্যিই কি এসবের কোন কিছুরই কি ইচ্ছে হয় না তোমার?
ইচ্ছে হয় না কারো কবিতায় একটা লাইনে হলেও স্থান পাই?
ইচ্ছে হয়না নিঃস্বার্থ ভাবে কোন যুবতীর প্রথম কিংবা দ্বিতীয় ভালোবাসা হতে?
এতো পাষাণ কেন তুমি?
একবারও কি তোমার মনে এই প্রশ্ন আসে না?
কি করে পারো গো তুমি এমন কঠিন হয়ে বাঁচতে?
পুষ্পিতা – কবি, সিলেট।