জগতের সবটাই তোমার অধীন
আমাকে রেখেছো কেন দূরে;
আমি তো মরি হায়
ভালবাসায়,
দাও গো শক্তি দাও অন্তরে।
কত লীলাখেলা দেখি ধরার মাঝে
অসহায় কাঁদে কেন ফুটপাতে;
তোমাকে চিনেছে যারা
কেন অসহায় তারা,
কেন ধুঁকে ধুঁকে মরে জালাতে?
আমি তো চেয়ে দেখি হরহামেশা
নিঃস্ব নির্বিকার আমার হৃদয়;
অন্তরে জ্বালা বাড়ে
নেই কিছু মোর ধারে,
হতবাক ওরা কত যাতনায় রয়।
যদি অন্তর দিলে তুমি মহান করে
ক্ষমতা রেখেছো কেন তোমার কাছে;
আমি তো চাই না কিছু
ওরা যেন পায় কিছু,
গুজারিশ রেখে গেলাম তোমার কাছে।
মোতালিব হোসেন – কবি ও সংগঠক।