অনেকটা দূর দুরান্ত পর্যন্ত আমি দেখি
চোখের দ্বারা নয়, মনের ছোঁয়াতে।
হারিয়ে যাবে বলেই কি কাছে আসা
পাবো নাকি আর আমার আঙ্গিনাতে।
বেশ কয়েক দিন হলো শুনি না তোমার কন্ঠ,
দেখি না অন্তর চক্ষু দিয়ে তোমাকে,
এমন হলো কেন হটাৎ ঝটিকা তুফান
হারিয়ে যাবে বলেই কি স্বপ্নে ছোঁয়েছো!
চলো না একদিন নদীর পাড়ে যাই
ডিঙ্গি নৌকায় আমি বৈঠা বাইতে চাই
আমার নিক্ষিপ্ত জলে ভিজাবো তোমাকে,
যদি আরো একবার কাঁছে পাই
পারুল বেগম- কবি ও সাহিত্যিক।