কবর! এক আশ্চর্য মৃত্তিকা গহ্বর
অতিশয় যত্নে সু-সজ্জিত অন্তিম বাসর,
সকলের তরে অপেক্ষমাণ অমনি ছোট্র ঘর
কোন এক বাঁশ বাগানের মধ্যখানে অচিন সে বাসর।
ইমারত গড়ো অট্রলিকা সুখের জীবন যাপন
কবরের ডাকে করিতে হবে আত্মসমর্পণ,
যাহার ডাকে সাঙ্গ জীবন, অস্তিত্ব হবে বিলিন
প্রাণের সঞ্চালন, সকল আয়োজন, কেবলই অর্থহীন।
লক্ষ টাকার পাহাড় গড়ো কোন সে সুখের তরে ??
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সকলি রবে পড়ে,
অহর্নিশি ডাকিছে তব কবর বেগবান
মৃত্যুর নামে ঘটিবে তোমার জীবনের অব-সান,।
স-যতনে যবে গোসল করিয়ে রাখিবে কবর মাঝে
বাঁশের চরাট চাপাইয়া বুকে মাটি দিবে ধীরে ধীরে,
আলোর তরে এতটুকু স্থান নাহি রাখিবে ফাঁকা
অন্ধকারে নীরবে নিভৃতে তুমি রহিবে একা।
ধরণীর’ পরে করো যদি তুমি পুণ্যের সমাহার
কবরে জ্বলিবে জ্যোতিময় শিখা থাকবেনা আঁধার,
শান্তির ধারা ঝরিবে অবিরত স্বর্গ কুঠিরে
প্রশস্ত করিবে কবর তোমার চোখ যায় যত দুরে,।
পাপের পাহাড় গড়ে থাকো যদি ধরণী মাঝারে
ছেয়ে আসবে কবর তোমার ঘোর আঁধারে,
সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী দংশিবে একাধারে
সংযুক্ত করিবে কবর তোমার নরকের দ্বারে,।
হে দয়াময় রব্বে কারিম করুনার আধার
মমিন না বানিয়ে কবরে নিয়োনা, একটায় আবদার
তোমার প্রিয়দের দলভুক্ত করো রব্বে আলামিন
কবর করিয়ো জান্নাতি বাগ, আমিন ছুম্মা আমিন।
অসমাপ্ত কবি – কবি