অপেক্ষার অবসান
…… শুভ
-হ্যালো…
-কন্ঠটা এত ভারী কেন আজ?
– আর বলোনা ঠান্ডা লেগেছে ভীষণ;
– আবারও মিথ্যে বলছো?
আমি তো জানি তোমায়; চোখ ভেজানো রুদ্ধ কন্ঠ..
আজ আমাকে নতুন করে চেনাবে?
– বাদ দাওতো ওসব; সব কিছুতেই বাড়াবাড়ি,-
– কেন মিছে লুকাও নিজেকে তুমি? আমি যে তোমার হৃৎপিন্ডের শব্দটাকেও চিনি-
তোমার ভেজা গলার স্বর.. মিথ্যে হাসির চেষ্টা, কাঁপা ঠোটের জড় জড় কথা আমি কি সত্যিই বুঝিনা?
তোমাকে বুঝতে পারিনি হয়ত, তবুও পড়েছিলাম তোমাকে আমার সমস্ত ব্যস্ততা দিয়ে-
যদিও অনুমান করছি,
তবুও উত্তরটা জানতে স্বাদ জাগলো মনে…
আচ্ছা কেমন আছো তুমি?
– আমি ভালো আছি শুভ
– এতদিন পরেও আমাকে একই মিথ্যে বলে যাবে ?
বুকে যন্ত্রনার জাল বুনে, ঘুমহীন কাজল ধোয়া চোখে
ভীরু কাঁপা ঠোঁটে আজ আর মিথ্যে বলনা
দোহাই তোমার আজ অন্ততঃ নয়
– তুমি তো সবই জানো, কেন প্রশ্নের ছুরিতে ক্ষত বিক্ষত করো তবে?
– তুমিও তো একবার সাহস করে বলতেই পারো, তোমাকে ছেড়ে আমি সত্যি ভালো নেই আজও-
– কি হবে বলে আর… তুমি তো….
– হ্যা আমি আজও আছি তোমার অপেক্ষায়-
গ্রীষ্মের তাপদহে চৈত্রের মাঠের মত বুক পুড়িয়ে আজও তোমাকে খুজি এক পশলা বৃষ্টি নামে-
ব্রক্ষপুত্র নদের পাড়ে একাকী সন্ধ্যায় তোমার হাত খুঁজে ফিরি আপন অনুভবে; জোৎস্না বিলানো বেলকুনিতে উষ্ণ চায়ের কাঁপে নির্জনতায় কেবলই খুজি তোমার অবয়ব..
– শুভ থামো, আমি রাখছি
– না, দু দন্ড শুনে যাও বলছি
নিজের যত্ন নিও, তুমি ভালো থাকবে বলেই এ বিসর্জন আমার.. আর সেই তুমি যদি ভালো না থাকলে, তবে আমাতে ফিরে এসো-
– এ হয়না শুভ
বিধবার বসন যে বড্ড ভারী, নাকের ফুল, হাতের চুড়ি ছিনিয়ে নিয়েছে সমাজ সংস্কার-
রঙ্গিন লাল পেড়ে হলুদ শাড়ী, নীল ফিতা নীল চুড়ী ওসব যে আমার পড়তে মানা আজ-
-রাখো ওসব, শোন, দোতলার সিড়ির ডানপাশের ঘড়টাই আমার; দারোয়ান চাচার কাছে চাবিটা রেখে গেলাম;
হাজী ক্যাম্পের পুর্ব পাশের গলিটার ১৭ নাম্বার বাসাতেই আছি আমি-
– শুভ শোন…
– আর হ্যা, ওয়ারড্রপের তিন নাম্বার ড্রয়ারে তোমার কাপড় রাখা আছে, শাওয়ার শেষে ফ্রিজের খাবারটা গরম করে খেয়ে নিও-
আমি আসতে রাত সাড়ে আট’টা বাজবে প্রায়-
তুমি দরজাটা খুলে দিও-
আর হ্যা নীল শাড়ীটা পড়তে ভুলোনা কিন্তু…
—শুভ
-হুম বলো
-তুমি আজও আমাকে এতটা….
-হ্যা, এতটাই ভালোবাসি আজও
কারন একটা জনম আমি কেবল তোমাকে উৎস্বর্গ করেছি- নীলু…
-হ্যা শুনছি
– সাবধানে এসো তবে-
– হুম….. অফিসের সময় হয়েছে, তুমিও সাবধানে যেও।।
লুৎফর রহমান শুভ _ কবি,লেখক ও সাহিত্যিক