তোমাকে খুঁজি অলিতে, গলিতে।
পিচঢালা রাস্তায়,চায়ের কাপে।
তোমাকে খুঁজি!
নিয়নবাতির ঝাপসা আলোয়,
হঠাৎ ঝুম-করে-নামা বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।
বাতাসে-ওড়া ধুলোয় ধুলোয় তোমাকে খুঁজি।
তোমাকে খুঁজি সেই পথের নির্জনতায়,
যে পথের বাঁকে দাঁড়িয়ে একদিন কথা হবে প্রিয়, কখনও ছেড়ে যাবে না আমায়।
তোমাকেই খুঁজি প্রিয় সে মোড়টায়,
ঠিক যেখানে মুখোমুখি দাঁড়িয়ে তুমি আমি যেতে যেতে দেখা হয়ে যাবে।
হয়তো একদিন তুমি একছুটে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে কপালে আধেকটা চুমু সেঁটে দিয়ে বলবে,
‘এই তো ফিরে এসেছি! এবার চলো, ঘরে ফিরি।’
তুমি চলে এসো,
আমি অপেক্ষা করছি।
সাবরিনা শাহনাজ – কবিও সাহিত্যিক।