তোমাকে বুঝবো না আমি!
অজস্র পৃথিবী একাকার করেছি
শুধু তোমাকে পাবার আশায়।
কতো স্বার্থপর আমি!
একটুও মনে রাখিনি তোমাকে
হঠাৎ হাওয়ায় উড়তে বসেছিল –
তোমার অজস্র স্মৃতি।
তোমার প্রেমের সাথে বিশ্বাসঘাতকতা-
আমাকে আবারও অপরাধী করলো।
সামান্য ডুমুর ঘন্ট নিয়ে তোমার অপেক্ষা
নিরব রক্ত খনন তোমার নেশায়।
একবার সারারাত ঘুমাও নি!
যখন আমার পাঁচ ডিগ্রি জ্বর।
আবার ভুলে গেছি তোমার দেয়া
সেই লাল টি-শার্টের কথা।
একবারও ভাবিনি তোমার মতো
কেউ আমাকে ভালোবাসবে না।
কতো নিষ্ঠুর আমি!
আমার পরীক্ষার দিনগুলোতে রোজা রাখতে
তাও ভুলতে বসেছি।
ক্যাম্পাসে যাবার বেলা তুমি
উচ্ছ্বসিত নয়নে বারি ঝরাতে।
ছি! কতো বেহায়া আমি!
কমলা বউকে দেখিয়ে বলেছিলে-
ওদের মতো থাকতে চাই দুজন।
তোমার তো মুক্তি হলো!
আমাকে কষ্ট দিয়ে কি যে পাও?
কেমন আছো ওপারে বলে যাও।
আব্দুল মতিন – সম্পাদক, চেতনা বিডি ডটকম।