Take a fresh look at your lifestyle.

অব্যক্ত কথন

442

 

আজ তা আর নেই
মায়া মমতা স্নেহ,
আজ কাল পরে না চোখে
নির্মমতায় ছেয়ে গেছে এই ধরা।

ভাবতেও অবাক লাগে
সহজ সরল সাদামাটা,,
জীবনের মানুষ গুলোকে
সমাজের নিঁচু মনের মানুষ গুলো?
মন্দ বিলাপ করে!

এক নিকৃষ্ট জাত ওদের?
গরম তেলে ভেজে
কুড়মুড়ে চিবিয়ে চিবিয়ে সস্ দিয়ে খাওয়া বড্ড উচিৎ ছিলো।
হয়তো সময় কথা বলবে, সেই প্রত্যাশা রাখি অনবরত
পেশি শক্তি কদিন?
আমার আত্মবিশ্বাস সততার শক্তি চিরদিন।
সময় করবে তাদের বিচার
আশা করি মনে।
সৃষ্টি কর্তার কাছে সঁপেছি সব
থাকুক শয়তানের সনে।

 

ইসরাত জাহান কলি- কবি (সুনামগঞ্জ) 

Leave A Reply

Your email address will not be published.