Take a fresh look at your lifestyle.

অভিমন্যুর পতন

536

 

না আছে ছন্দ
না আছে সুর,
তবু কলমের দাবি
লিখবে সে রাজার কাহিনী!
হবে সে রাজার অংশীদার,
জয় মহারাজের জয়|

বর্তমানের সুখ পাখি রাজা,
হাতে করে না সে কোন কাজ
শুধু মুখের বাণীতে সব করে উপকাত!
রাজা শুধু যায় এদিক -ওদিক- সেদিক
তার বাম পকেটে থাকে কলম
রাজার কত সুখ|
জয় মহারাজের জয়|

ধুর,ধুর!
হে ঈশ্বর,
কেন আমি হলাম রাজার অংশীদার,
শুধু মিথ্যার প্রলেপে রাজার কায়া
দেখে আমি হতবাক!
আমার মুক্ত স্বাধীনতা
রাজা নেবে কেড়ে,
সত্য কে চাপিয়ে
রাজা করবে মিথ্যার জয়|
জয় মহারাজের জয়|

আমার তেজে
রাজা হবে অগ্নিভূত,
কিন্তু না
রাজার কি দোষ?
দোষ তো এই অপার্থিব জীবেদের
ভুলে গেছে স্বাধীনতার কথা,
ভুলে গেছে বাংলার রক্তের কথা,
শুধু এখন সব অর্থের খোঁজে মিথ্যাবাদী|
নেই মনুষ্যত্ব,আছে শুধু মিথ্যার অনুভূতি|
চাই না,এদের চাই না,চাই না বাঁচতে,
রাজা তুমিই ঠিক
রাজা তুমিই ঠিক
জয় মহারাজের জয়||

 

 

রাজদীপ মজুমদার – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.