দুঃখ বিলাসী ।।
তুমি আকাশের ঠিকানায়,
মেঘের বুকে ভাসিয়ে দাও তোমার কাজল কালো আঁখির স্বচ্ছ নয়ন জল ।।
বাতাসে প্রবাহে, মৌরী গন্ধে উড়িয়ে দাও তোমার দীঘল কালো কেশ ঘ্রাণ ।।
আমার ভাঙা বাটির চালার ফাঁকে দখিনা হাওয়ায় মেঘবৃষ্টি হয়ে ঝরবে যবে তোমার আঁখি জল ।।
আমি বৃষ্টি জলে ভিজে তোমার কেশ ঘ্রাণের আবীর মাখবো সারা গায় ।।
অকৃপণ ভালোবাসায় সুমিষ্ট বৃষ্টি জল গিলবো অনর্গল !!
তোমার প্রথম প্রেমের, প্রথম অভিমান ভাঙাতে,
প্রথম আলিঙ্গনে তোমারই আঁখি পটে প্রথম চুম্বনে পেয়েছিলাম যে, লোনা জলে অমৃতের স্বাদ ।
বৃষ্টি ও আঁখি জলের মিশ্রণে সেই অমৃতের স্বাদ যেখানে,
সেখানেই তোমার আঁখি জল ও তুমি ।।
বাকিটুকু মেঘ বৃষ্টি এবং মৌরী !!”
নীল – কবি ও সাহিত্যিক।