বিচারককে হতে হবে
সত্য ন্যায়ের প্রতীক
অন্তর চোখে দেখতে হবে
কোনটা সঠিক বেঠিক।
বিচারবিভাগ থাকতে হবে
মুক্ত স্বাধীন ভবে
রাজা প্রজা এক কাতারে
সঠিক বিচার তবে।
শান্তি সুখের মানব সমাজ
গড়তে চাইলে সবে
অপরাধীর পক্ষে কোনো
উকিল নাহি রবে।
বিচারকের মূল্য অতি
মহান প্রভুর কাছে
ন্যায়ের পথে করলে বিচার
পুরষ্কার তার আছে।
বিচারকার্যে ঘুষ দুর্নীতি
করতে হবে বন্ধ
আইনের চোখে সব সমান
আবেগ সেথায় অন্ধ।
আরিফ খান – কবি ও সাহিত্যিক।