বহু বছর পেরিয়ে গেছে তোমার অপেক্ষায়
ঝাপসা হয়ে গেছে দৃষ্টি।
ফুলকির ন্যায় ঝরেছে তোমার শত স্মৃতি
তাইতো বেদনা লাগে মিষ্টি।
ফাগুনে রঙ্গনের সমাহার কেড়েছে ঘুম
চোখাচোখি ব্যস্ত কোলাহলে।
কৃঞ্চচূড়া মেতেছে চিকন ডালে
ভাবনাগুলো ভীড় করে কৌতূহলে।
শিমুল পলাশের খোঁজে আমি ক্লান্ত
তোমার মলিন ললাটে আমি বঞ্চিত।
ফাগুনের লাল খামে নিয়েছ বিদায়
তোমার মায়া এখনো পুঞ্জিত।
তোমার আগমন ভরা ফাগুনে।
আজও আমার হিয়া পুড়ে আগুনে।
আব্দুল মতিন – সম্পাদক, চেতনা বিডি ডটকম।