– কল্পনাপ্রবণ হৃদয়ের আয়নায় তোমার মুখচ্ছবি অংকন করেছিলাম
– হঠাৎ এক বাস্তবতার ঝড়ো হাওয়া এসে গুড়িয়ে দিলো সেই আয়না আর বুঝিয়ে গেলো আমার স্থান সর্বনিম্নে
– আঘাত দিতে হলেও একবার কাছে এসে অনুভব করতে পারো
অন্তরের অভ্যন্তরে জ্বলন্ত অগ্নিকুণ্ড আছে
নিজের আগুনে যেন নিজেই পুড়ছি।
– হয়তো তোমাকে ভালবাসার হাজারো মানুষ খুজে পাবে কিন্তু আমি যে শুধু তোমাকেই পেয়েছিলাম
এতটা কাছে, এতটা সুগন্ধি, এতটা রঙ্গীন ছিল সেই স্বপ্ন
অথচ আজ সব বিবর্ণ হয়ে ধরা পড়ছে।
– রক্তাক্ত হৃদয় আজও তোমার ছোয়া পেতে চাই।
জানিয়ে দিতে চাই সে আজও তোমার অপেক্ষায় রয়েছে।
– হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবার আগে কি একবার ফিরে আসবে আমাকে শেষ বারের মত আঘাত দিতে?
– নাকি পুনরায় ভালবাসতে??
মোহাম্মদ রনি – কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।