Take a fresh look at your lifestyle.

আত্মার রবি

416

 

প্রতিটি অনুভবে
প্রতিটি ক্ষণে
যার কথা, যার গান
দোলা দেয় প্রাণে I

তিনি হলেন আমাদের
বিশ্ব কবি I
তিনি শুধু কবি নন
আত্মার রবি I

২৫ শে বৈশাখে
তাকে করি স্মরণ I
ফুলমালা, চন্দনে
তার ছবি বরণ I

সেই দিন উৎসবে
মাতি দিন ভর I
তার গান ,কবিতায়
ভরে যায় ঘর I

 

টুম্পা পাল- কবি ও সংগঠক। 

Leave A Reply

Your email address will not be published.