Take a fresh look at your lifestyle.

আধৃত

1,045

 

এ একটা অন্য রকম গল্প কথা
অন্য রকম প্রেম।

চৌরাস্তায় ট্রাফিক জ্যামে আটকে
বিরক্তি সরাতে
একমুঠো বাতাস হঠাৎই
গাল ছুঁয়ে প্রেম আনতে পারে
প্রেমে পড়ার কোন কারণ থাকেনা।

নির্জলা সত্যি কিংবা মিথ্যার মতো
আকুল ঢেউ আছড়ে পাড় ভাঙে,
অকারণ কত অভিমান আগ্নেয়গিরি হয়।

একচ্ছত্র আধিপত্য দুরত্বের সীমা
কেবলই বাড়িয়ে চলে।

নিয়মগুলো সব অধরা হয়ে উড়ে
ব্যথিত প্রান্তরে শিলা খন্ড রূপে,
অন্তহীন গতীতে ঢেউয়ের সাথে ছুটে
কোন বৃক্ষের শেকড় কিংবা
শক্ত মাটির স্তুপ পেলে
নিবিড় মমতায় আঁকড়ে বাঁচতে চায়।

এভাবেই গল্প হয়
গল্প গুলো প্রেম হয়।
অতঃপর গল্প গুলো বিশ্বাস আর
অবিশ্বাসের দোলায় ভাসে অবিরত!
অবিরল বসন্ত আসে, বসন্ত যায়
গল্পগুলোর বসবাস হয় নির্জন গুহায়
পরিযায়ী পালকের ভারে পার হয়
সীমানা প্রাচীর।

রাধাচূড়া বেলায় চায়ের কাপে,
আঙুল ছোঁয়া অনূভুতি খেলা করে—
জলছবির সাথে।

নীরবতার ঘুম গাঢ় হতে হতে
পার হয় বিজলী রাত।

 

বিপাশা হাবিব আরজু – কবি ও সাহিত্যিক।  

Leave A Reply

Your email address will not be published.