আমাদের মধ্যে যতো হিসেব,চলো আজ শেষ করি,
আমরা বন্ধু হ’য়ে যাই, আবার আগের মতো বন্ধু, একসাথে পথ চলি,
ওসব ভালোবাসাবাসি আর ভাগ্য মানে না!
এক ঘরে সারাটা জীবন কাটানো আমাদের হবে না!
তাই ভালো আবার আগের মতো বন্ধুত্ব গড়ি!
একসাথে মনের সব যন্ত্রণা গুলো ভাগাভাগি করি।
ক্লাসের ফাঁকে আড্ডায় চলো এককাপ চায়ের বিল দুজনেই ভাগাভাগি করি,
অটোর ভারাটা একদিন তুমি একদিন আমি এই নিয়মটা আবার তুলে ধরি।
একসাথে পদ্মার চরে হাসতে হাসতে ক্লান্ত হ’য়ে যাই,
যেখানে বিয়ে হবে কিনা তা ভেবে কোন চিন্তা নাই!
চলো আমরা স্বাধীন ভাবে একটু বেঁচে থাকি, ধরাবাঁধা নিয়মের যাঁতাকল ভেঙে গড়ি।
দু’জনেই আবার বন্ধত্ব করি, ঠিক আগের মতো,
দু’জনের গোপন কথা দুজনেই জানি, দুঃখ যতো!
চলো বন্ধু হই,কে কার দিকে তাকায়,কে কাকে দেখে হাসে,এসব হিসেব আর হবে না।
আজ দেখা করতেই হবে,ঘন্টার পর ঘন্টা কথা বলতেই হবে,এসব নিয়ম আর রবে না!
কার মানিব্যাগ কখন শুন্য,কখন পূর্ণ এসব খোঁজ দুজনেই রাখবো!
প্রেমিক প্রেমিকার মাঝে অভাবের মতো লজ্জা টা বিদায় দিবো।
চলো আবার বন্ধু হই,দুজনের পরিবারের সমস্যা, নিজের সমস্যা সব দুজন জানি!
এই বেকার জীবনে আর কোন সময় রবেনা কারো বিয়ের জন্য হয়রানি।
চলো আজ বদলে ফেলি নিয়মের অনিয়ম!
আবার আগের মতো জমাই সন্ধিখন!
শরিফা খাতুন- কবি ও সাহিত্যিক, নাটোর।