আমার বাড়ি এসো বন্ধু
বসতে দেব পিঁড়ে,
খেতে দিব গুড় মুড়ি
খেতে দিব চিঁড়ে।
আমার বাড়ি এলে
দিব বাটার পান,
গ্রীষ্মকালে এলে তুমি
দেখবে সোনার ধান।
এছাড়াও তোমায় আমি
দিব পাকা আম,
মন ভরে খেও তুমি
আমার গাছের জাম।
বানের সময় যদি আসো
তুমি আমার বাড়ি,
তোমার অজান্তেই প্রকৃতি
মন করবে চুরি।
রাস্তার উপর হাঁটুজল
পানি থাকে যে,
নৌকায় চরে আমার সাথে
শাপলা তুলবে কে?
কটাদিন পরেই বাড়ির পাশে
বসবে পৌষ মেলা,
যেই মেলাতে থাকবে
সবার প্রিয় খেলা।
আমার বাড়ি আসলে তুমি
পাবে টাটকা সবজি,
সব খাবারই খাবে তুমি
ডুবিয়ে হাতের কব্জি।
সবশেষে তোমায় আমি
করলাম নেমন্তন্ন,
আমার বাড়ি আসলে
হব আমি ধন্য।
মোঃ আব্দুল্লাহ রিফাত- কবি, বাগমারা – রাজশাহী।