Take a fresh look at your lifestyle.

আমাকে বলতে দিন

586

 

আমাকে শুধু কথা গুলো বলতে দিন।
নির্বোধ এর মত আচরণ না করে সভ্যতার সালিশ র্নিমাণ করুন।

ভোরের প্রফুল্লতায় আমি একদম শিশির বিন্দুর মত মসৃন
বিস্ফরিত আমার চোখ কিছু বলতে চায় আপনাকে,
আমি নিলর্জতার দরজায় ঠাঁয় দাঁড়িয়ে প্রতিবাদীর ঐ সত্যের পতাকা হাতে লয়ে।

আমি আপনার অন্তর্ধানে ছিলাম না কোনোদিন
স্বাদ বিস্বাদ সব ছিল আমারই অন্তর্গত!
কোনো চিৎকার কোনো উচ্চারণ ও কাজে আসে নি
এই সংসার
এই নশ্বর জীবন
বড্ড বেশী দূর্বিষহ ছিল

আমি শূন্যলোকে ভাসমান ছিলাম!
কত থমকে দাঁড়িয়েছি
কথার বরখেলাপ হবে বলে__
আজ আমায় কিছু বলতে দিন?

আমি উন্মত্তার ঘামে ভিজছি
আমার ঠোঁট কিছু জানাতে চায়!

তীক্ষ্ম চোখ প্রতিহিংসার থাবায় জর্জরিত
উলঙ্গ জিহ্বা আর উলটে রাখতে পারছি না।

আমাকে শুধু কথা গুলো বলতে দিন।
আমার আশাহীন বিলাপ
সৈনিক বেশে ক্ষেপনাস্ত্র এখন
এটা কোনো বক্তৃতা নয়

আমার প্রতিভা গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।
অথচ;
অবিকল আমি ঠিক লিখেই যাচ্ছি
ভয়
আত্মচিৎকার
অত্যাচার
নির্যাতন
কিডন্যাপ
ধর্ষণ
কখনও আবার মুখ থুবরে পড়ে থাকা এই শরীর
চির ধরা আমি জীবন সায়রে —— পুরাতন দাগ গুলির কথা কিছু বলতে চাই!

সব ধ্বংস হয়ে যাচ্ছে
সাজানো শহর
শহরতলী’র ভাস্কর্য
এবং আমি!

আমাকে শুধু কথা গুলো বলতে দিন!

 

মিতা- কবি ও সংগঠক। 

Leave A Reply

Your email address will not be published.