Take a fresh look at your lifestyle.

আমার বাড়ি

542

 

বাপের নামে জীবন ধারণ
শান্তি ছিলো বিলক্ষণ ।
হঠাৎ প্লাবন বৈশাখি ঝড়
খড়কোটতে বাপের ধন।

কখন যেন সব হারায়ে
ঘরছাড়া এক সন্যাসে ।
আরেক জীবন সুদুর চলা
দিনগত কাল নিঃশেষে ।

চাঁদ হেঁটে যায় রাতদুপুরে
ঘুমকাতুরে পথের বাঁক ।
ভোমরা নিয়ে ভাঁট’ফুলদের
লোফালুফি সুখেই থাক ।

মাটির বুকে ঘাসের শিশির
চোখের জলে বর্ষাতে ।
আমার বাড়ি আষাঢ় শ্রাবণ
হেমন্ত শীত ডালভাতে ।

গান গেয়ে যাই একতারাতে
যতই থাকুক শোকবিধুর ।
গানের সুরে কী আসে যায়
চলছি পথিক অচিনপুর ।

 

 

ফয়জুর রহমান – কবি ও সাহিত্যিক( লন্ডন) 

Leave A Reply

Your email address will not be published.