Take a fresh look at your lifestyle.

আমার বিদেহ

1,147

 

মন্দ কি ? বহে মৌসুমী বায়ু —–
আম কাঁঠালের বন পাটখেত ধানখেত
যদি ফুল ফুটে প্রজাপতি উড়ে যায় ।
যেখানে থাকিনা কেন কিছুটা সময় ,
আসা যাওয়া আমার বিদেহ সুখ নিদ্রায়।

মন্দ কি ? দিলুম সাগর পাড়ি —
তুষার পাহাড় শীতের সকাল, ভালবাসা
সুখের নগরে আকাশ কাঁড়ি কাঁড়ি।
আমার বিদেহ ফিরে চলে মায়ের আঁচলে
বাবার বাহুতে স্বর্গ যেখানে সারি সারি ।

মন্দ কি ? পেয়েছি যেটুকু সময় —
স্বপ্ন সওদা করি শায়িত সাগর জীবন
বোঝাই ভিতরে তীর্থ ভূমি আলো দেয় ডুব।
শুকতারা জেগে থাকে যদি আসে ঘুম
বিদেহ দেহের প্রাণ বাহাদুরি খু-উ-ব ।

মন্দ কি ? দেহ এক পরিধান —–
যতনে ভূষণ যেখানেই যাই ,তার নাম
রাখি আলো চলে যাই সহজ সরল পথ ।
জীবন ইহাই হউক সুন্দর অনুভূতি ,যদি
ছেড়ে যাই দেহ ,আমার বিদেহ স্বর্গ শপথ।

 

ফয়জুর রহমান – কবি ( লন্ডন)

Leave A Reply

Your email address will not be published.