আমার যে শৈশবে লক্ষবার পার হতে হয় সমুদ্র,
আসে না নতুন ভোর,ওঠে না সূর্য্য
মাছের মতো সাঁতার কাটতে হয় প্রতিনিয়ত
উষ্ণ স্রোতে—
বর্ণহীন উজ্জলতা নিয়ে আমার সে শৈশব,
কাটিয়ে দিতে চাই পৃথিবীর সবকটি অলিন্দে।।
আমার যে শৈশব ঝরা পাতার মতো সম্ভ্রান্ত,
বুকে জমে না শীতল বরফের মতো—
এতোটুকু দীর্ঘশ্বাস,
আমার সে শৈশব কাটিয়ে দিতে চাই–
কারখানার ঘুরন্ত চাকার সাথে।।
তোমরা পারবে না সাঁতার দিতে ,
তোমাদের ফুলকা নেই।
যদি সাঁতার দিতে চাও –উষ্ণ স্রোতে,
খুঁজে নিও আমার শৈশব– শিশু শ্রমিকের মাঝে।
খুঁজে নিও আমার মাথা–
সব্জি বাজারে ঝুড়ির নিচে।
খুঁজে নিও আমার শৈশব-কাগজ কুঁড়ানির মাঝে।
পেয়ে যাবে আমার শৈশব পথশিশুর মাঝে
পেয়ে যাবে আমার শৈশব অনাথ আশ্রমে।
তবুও বলবো না কোথায় আমার পুনর্বাসন?
বিকাশ চন্দ্র হাওলাদার – কবিও সাহিত্যিক।