আমি আছি
ডাকবে যখন- তোমার সাথে খেলবো কানামাছি,
তোমার জন্যে মরতে পারি তোমার লাগি বাঁচি-
আমি আছি।
মন খারাপের দিনে
মুচকি হেসে আমায় তুমি নিতেই পারো কিনে,
সারা জনম গোলাম হয়ে থাকবো কাছাকাছি-
আমি আছি।
এই কথাটি বলি
তোমার কষ্টে আমি যেনো সমানভাবে জ্বলি,
তোমার মুখে ফুটলে হাসি সবার আগে নাচি-
আমি আছি।
করতে পারো ক্ষমা
দুঃখগুলো আমার কাছে রাখতে পারো জমা,
ঠোঁটে হাসির কুসুম ফুটুক- এটাই শুধু যাচি–
আমি আছি।
রফিকুল্লাহ্ কালবী –
কবিও সাহিত্যিক