খেরশা পাতে রঙে ভরা
গোপাল ভোগের গোস্ত।
মোহন ভোগের গন্ধে
দাওয়াত নিল দোস্ত।
লোকনা আসবে একটু পরে
ফজলি আসবে তার সাথে।
হিম সাগরের আনাগোনা
ভরে গেল খাবার পাতে।
হাড়ি ভাঙার বড় সুর
সুরমা বসে হাসে।
আম রূপালীর বাহারে
রাজ ভোগ ভাসে।
যত বলি আমের কথা
রাজা কেবল লেংড়া।
খুশিতে হলো টগবগ
দোস্ত আমার চেংড়া।।
আব্দুল মতিন-
সম্পাদক চেতনাবিডি ডটকম ।