কোরআন হলো আল্লাহর বাণী
কোরআন আমার প্রাণ,
কোরআন আনে হৃদ প্রশান্তি
কোরআন আমার জান।
কোরআন আল্লাহর অসীম নিয়ামত
কোরআন অমূল্য রতন,
কোরআন মনের দীপ্ত আলো
কোরআন করি যতন।
কোরআন জ্ঞানের আলোক বার্তা
কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ,
কোরআন সঠিক দিক নির্দেশক
কোরআনই শ্রেষ্ঠ পন্থ।
কোরআন কাটায় আঁধার কালো
কোরআন ফোটায় হাসি,
কোরআন যোগায় সাহস বল
কোরআন ভালোবাসি।
তানজিলা ইসলাম আলো- কবি ও সংগঠক।