Take a fresh look at your lifestyle.

আহবান

764

 

আমাদের ছেলেমেয়েরা উঠছে বেড়ে
লেখাপড়া বই খাতা আর কলম ছেড়ে।
নীতি বই হাতে নেই ব্যস্ত কার্টুন দেখে
প্রতিযোগিতায় গেমের স্কোর লেখে।
শিষ্টাচার বর্জিত গোয়ার্তুমি ভরা
আদব কায়দা হীন বেশ দিশেহারা।
ইবাদত বন্দেগী শিখে না আগ্রহে
সায়েন্স ফিকশনে মন যে অন্য গ্রহে ।
আত্মীয়তা কম বুঝে বন্ধু অন্যেরা
তাদের সামনে আইডল যতো বন্যেরা ।
ফিরে আয় ছেলে মেয়ে সত্যের সন্ধানে
কোরআন হাদিসের সঠিক আহবানে।

 

সরদার মুক্তার আলী – কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।

Leave A Reply

Your email address will not be published.