ইচ্ছে ছিল পাখির মত
উড়বো আমি অবিরত
ঘুরবো আমি গগন জুড়ে
দেখবো সব নয়ন ভরে।
ইচ্ছে ছিল তোমায় নিয়ে
বাধবো সুখের ঘর
সে ঘরেতে থাকবো দুজন
সুখে জীবন ভর।
ইচ্ছে ছিল সুখে-দুখে
থাকবো দুজন একই সাথে
বাধাবিঘ্ন সব পেরিয়ে
ভালোবেসে যাবো হারিয়ে।
একই সাথে মোরা থাকবো দুজন
আপন করে গড়বো নিজের ভুবন
ভালোবাসবো হৃদয় উজাড় করে
দেখবো তোমায় দুই নয়ন ভরে
এই ভুবনে তোমায় ছাড়া
এখন আমি বাঁধনহারা
ইচ্ছে গুলোর নেই তো ডানা
তাইতো আমার উড়তে মানা।
আতিকুর রহমান- কবি ও এডমিন চেতনায় সাহিত্য।