তুমি থাকো আজ ইমারত পরে
তুমি তো দারুণ সুখী,
তোমার ইমারত গড়িলো যারা
রহিলো তারা দুখী।
ইমারত তোমার গড়িতে যারা
অঙ্গে লাগালো ধুলি,
তোমারি আঘাতে অথচ তাদের
ফাটিল মাথার খুলি।
ঐ ইমারতের প্রতি ইঁটে আছে
তাদেরই অশ্রুবিন্দু,
দিবা-রাত্রি তার খেটেই মরে
পাহাড় থেকে সিন্ধু।
সুন্দরতর ওই ইমারত আজ
যাদের খুনেতে রাঙা,
থাকে তারা কুঁড়েঘরে আজ
ভাঙা সেটা ভাঙা।
ইমারত তারা করে দেবে তবু
থাকিবেনা কোনোদিন,
চিরকাল তারা পাবেনাকো সুখ
বাজিবে দুখের বীণ।
ইমারত পরে থাকো আজ তুমি
বুঝিবে না সে জ্বালা,
চিরকাল শুধু রহিবে তাদের
শূন্য ভাতের থালা।
ঠুলি খুলে কেউ দেখিবেনা কভু
তাদের বুকের ব্যথা,
তবুও তারা রচিবে যে ইমারত
এটাই আসল কথা।
সুদীপ ধাড়া_লেখক ও কবি