Take a fresh look at your lifestyle.

ঈশ্বর এবং আমি

623

 

আমি রোদ হতে চেয়েছিলাম
আপনি আমাকে বর দিয়ে বললেন,
যাও, বৃষ্টি হও।
ঝরে পড় পৃথিবীর পাড়ে।

আমি দখিণা হাওয়া হতে চেয়েছিলাম
আপনি আমাকে ঝড় হতে বললেন,
উড়িয়ে দিলাম পাখির বাসা,
ভেঙে পড়ল বৃদ্ধার ঘর;
আমি তো চাইনি এমন বর!

আমি প্রেম হতে চেয়েছিলাম,
চেয়েছিলাম মানুষের অনুভূতি হতে,
আপনি একমুঠো বিষাদ ছুড়ে দিয়ে
বললেন-
যাও, আজ থেকে তুমি মানুষের দুঃখ, হতাশা
আর বিচ্ছেদের সাক্ষী হও।

আমি ফুল হতে চেয়েছিলাম
চেয়েছিলাম আপনার চরণ ছুঁয়ে থাকতে,
আপনি তুলে দিলেন ভুল মানুষের হাতে
সে ছুড়ে ফেলে দিল ময়লার ডাস্টবিনে।

আপনি আমার উড়ে বেরুনোর জন্য
বর দিয়ে বললেন,
যাও, পাখি হও।
কিন্তু মানুষকে খাঁচার ব্যবহার শেখালেন
আমি বন্দি হলাম
উড়ে বেরুনোর স্বাদ পূরণ হলো কোথায়?

আমি সাগর হতে চেয়েছিলাম
আপনি বললেন, তাই হও।
ক’দিন বাদেই সব জল শুকিয়ে গেল
সেখানে জন্ম নিল বিশাল এক মরুভূমি
এখন কেবল আমার বুক জুড়ে
উত্তপ্ত রোদ খেকো বালুকণা।

সাগর চন্দ্র – ছাত্র,কবি,লেখক ও সাহিত্যিক

Leave A Reply

Your email address will not be published.