শীত মানে তোমার উষ্ণতা
তুমি, আমি পাশাপাশি
আমাদের শিশিরভেজা কুয়াশায় হাত ধরে হাঁটা
রেললাইনের ঐ সবুজ পথটায় !
শীত মানে তোমার ওমের অপেক্ষায়
জেগে থাকা রাতভর।
শীত মানে তোমার আমার প্রথম জীবনের সেই প্রিয় মুহুর্ত ফিরে পাবার আকুতি !
শীত মানে তুমিহীন , অথচ তোমার সাথেই আলাপচারিতায় শিশির ভেজা হিম হিম কুয়াশার সংস্পর্শে থাকা !
শীত মানে বুকের ওম, লজ্জায় আনত দুই চোখের চাওয়া।
তাওয়াব নূর – কবি ও সাহিত্যিক।