এই এলো বৈশাখ চৈত্রের পর
নতুন এক দিন এলো নতুন বছর
নতুন উদ্দীপনা বৈশাখী সাজে
ঢাক, ঢোল, বাঁশি বাজে।
রঙে হলো ছুড়া ছুড়ি, কতো হাসি মন
বন্ধু সবাই মিলে হলি নিকেতন।
চেনা মুখ সঙে ভরা রঙে অদ্ভুত
প্রকৃতির নতুন হাওয়া নতুন প্রমোদ।
গ্রীষ্ম দুমাস নিয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ
পহেলা বৈশাখে প্রণাম বয়ঃজ্যোষ্ঠ
আশীর্বাদ বুক ভরা ভালোবাসা চাই
কড়ি হাতে বৈশাখী মেলাতে যাই।
শাড়ি, চুড়ি, আলতা পায়! চুলেতে খোপা
বাংলার রমণী আহা কি অপরূপা।
রমনার বটমূলে বৈশাখীর যতো ভিড়
নাচে গানে বাদ্য তালে আহা! কি মিল।
“এসো হে বৈশাখ এসো হে এসো”
মুছে যাক গুচে যাক ক্লান্তি যতো।
পুরনো হিসাব ভুলে নতুন করে
হিংসা রেশা-রেশি দেই সরিয়ে।
সাদরিন শিফা- কবি ও মডারেটর চেতনায় সাহিত্য।