‘এই ঠিকানা কে চেয়েছিলো’
নগরের উঁচু ভবন দেখে যাদের বিস্ময় লাগে
হয়তো তাদেরও আজ নগরে ধরেছে!
বিশ অথবা বত্রিশ কোন সংখ্যা মানুষের যৌবনে সুখ আনে
বোঝা যায় না…
রোজগেরে মানুষের ব্যাগ সন্ধ্যায় যখন পোয়াতি হয়
পুঁজির বিধান তখন খুঁজে বেড়ায় অর্থশাস্ত্রের নতুন পেট।
আমাদের কাঁচকাটা যৌবন পকেটে নোট গুণে যেখানে উপস্থিত হয়
সেখানে সে তার আস্ত যৌবন পুঁতে দিশেহারা হয়…
বিগত হতাশা এখন যাদের ভালো লাগছে
তারাও আজকাল গোলমালে কান পাতে কী আশায় কে জানে!
যে সংসারি লোকেরা এ প্রজন্মের সংগীত মনে রাখেনি-রাখতে পারেনি তাদের স্বদেশ কি হৃত প্রায়!
সন্দেহ জাগ্রত জনতার…
‘কী আশায় বাঁধি খেলা ঘর’…
মনে এখনও আঘাত বয়ে আনে!
হারামন আর যদি যুদ্ধে না যায়
ধনপতির লোভের ঠিকানা কে দেবে গড়ে?
‘এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়’
কী কাজে লেগেছে স্বাধীন স্বদেশে
কবির এই বাণী !
খেই হারানো দেশপ্রেমিক ‘মানি না মানবো না’ ছাড়া আর কিছুই যখন শেখেনি
আমাদের ফেরার পথ কতদূরে কে জানে!
হেলাল উদ্দিন _ কবি ও লেখক