Take a fresh look at your lifestyle.

একলা জীবন

278

 

মাঝে মাঝে হারিয়ে যায়
অজানা ঠিকানায়।
পথ ভুলা মনটাকে
বুঝাতে পারি নাই।
রঙের এ দুনিয়ায়
রঙ্গবতীর খেলা-
তাই আমি পথ চলি-
শুধু একলা..!

 

শাপলা খাতুন- কবি, রাজশাহী। 

Leave A Reply

Your email address will not be published.