Take a fresh look at your lifestyle.

একাকিনী আমি

1,014

অবিরত ভালোবাসাগুলো দৃষ্টিহীন
তাই দেখেও দেখেনা অবহেলা,
ভোঁতা অনুভূতিতে ভরপুর মন
কাটে তোমার ঘৃণায় আহত বেলা।
অপেক্ষায় অপেক্ষায় জীবন নদী
এগিয়ে চলেছে অবিরাম,
একূল ওকূল দুকূলই ভাঙ্গা
গড়ার আশায় নেয়া হয়না বিশ্রাম।
প্রতিটি মুহূর্তে স্বপ্ন চোখে
যদি একবার কাছে ডাকো,
সমস্ত অশনির নাশ করে তুমি
শুধু হাত দুখানি ধরে রাখো।
ভালোবাসি তোমায় প্রাণের অধিক
তাই সহ্য করি সব গঞ্জনা,
উদাস তোমার খেয়ালের খোঁজে
পাশে থাকি পেয়েও লাঞ্ছনা।
দুটি পাখি যখন একই ডালে বসে
পরস্পর পরস্পরে মগ্ন,
জানালায় আমার তৃষ্ণার্ত চোখে
স্বপ্ন জাগে যদি আসতো এমন লগ্ন।
চাঁদের বুক ফুঁড়ে জোছনার আবির্ভাব
যেন প্রেমেরই আরেক রূপ,
এমন রাতগুলি হয় হাহাকারে ভরা
তুমি পাশে তবু নিঃসঙ্গ আমি চুপ।
প্রেমহীন জীবনে প্রেমের বিকাশ
হতে পারে হবে হয়তো,
তোমার ছায়াহীন একাকিনী আমার
ছায়া হবে কবে বলতো?

তানিয়া নিগার- কবি ও এডমিন চেতনায় সাহিত্য 

Leave A Reply

Your email address will not be published.