ঠান্ডা ঠান্ডা হাওয়া
লাগছে সারা গায়ে,
রিমঝিমাঝিম বৃষ্টি
নাচে নূপুর পায়ে!
ঝরে বৃষ্টি ঝরে বৃষ্টি
করে শব্দ টুপটাপ!
করে নৃত্য করে নৃত্য
বসে দেখছি চুপচাপ!
ঝুম বৃষ্টি, আহা বৃষ্টি!
কি যে বৃষ্টি! আহা মিষ্টি!
পানি থইথই, শিশুর হইচই,
নাচে মন-প্রাণ, কাড়ে দৃষ্টি!
কি যে বৃষ্টি!জাগে সৃষ্টি,
কাটলো রাত নির্ঘুম,
জানালার ফাঁক গলে বৃষ্টি কণা;
মুখে আমার এঁকে যায় চুম!
বৃষ্টি কণা লেপ্টে গেল,
সবুজ পাতায়, কচি ডগায়।
ফোঁটায় ফোঁটায় জমে গেল,
ব্যাঙের ছাতায়,গুল্মলতায়।
বৃষ্টি আর বৃষ্টি ;
ঝরছে অঝোর ধারায়।
পুকুর, নালা,নদীরা সব,
ভরেছে কানায় কানায়।
এক টানা বৃষ্টিতে-
প্লাবিত মাঠ-ঘাট-পথ-প্রান্তর,
জবুথবু জনজীবন;
শঙ্কিত সবকটা অন্তর!
ধর্ষণ, ভারী বর্ষণে –
ভাসছে গোটা দেশ,
যেখানে কাটেনি আজো –
হিংস্র করোনার নিষ্ঠুরতার রেশ!
মোহাম্মদ মনিরুল ইসলাম – কবি