এক আকাশের উদারতা দেখিয়েছিলে
তাই তোমায় দিলাম এক মুঠো বৃষ্টি।
হাতভরে নিতে পারোনি, তাই তো
দুচোখে ধারণ করেছি বৃষ্টির জল
বলেছিলে, যদি দিতাম মুঠো ভরে রোদ্দুর।
নিতে তুমি সাদরে, জানাতে নিমন্ত্রণ
ভাদ্রের প্রখরতার চেয়েও জ্বালা এবুকে
তাইতো রোদ্দুরের আলো আর সহ্য করিনি।
আধাঁরে ভরিয়ে দিয়েছি নিজেকে নিজে
বৃষ্টির ঘ্রাণে মদির হয়েছি, আকুল নয়
আলোরও অধিক যে আধাঁর তাকেই
বরণডালা সাজিয়ে পাঠিয়ে দিলাম;
তারাভরা আকাশে তারাদের যে ভাসাল
সে তো আমার দেয়া কালো আধারই,
তোমার প্রিয় আলো ঝলমল রোদ্দুর নয়।
কানিজ ফাতেমা – কবি।