সবার প্রাণে দোলা লাগিয়ে একটি বসর পরে ফিরে এসেছে বৈশাখ মাস,
প্রখর তাপে তপ্ত ভূমিকে শিক্তকরতে এসেছে ফিরে
নবরূপে বৈশাখ,
আনবে সতেজতা ,করবে শান্ত খরতার ঘটাবে অবসান,
মুছে যাক যত দুঃখ কষ্ট পুরানো যত পাপ,
নতুন সাজে নতুন রূপে আগাবো সামনের পথ।
নববর্ষের সাথে ফিরে আসুক সবারপ্রিয় কাঙ্খিত জন,
মুছে যাক সবার হারানোর ব্যথা ভালবাসার হোক জয়,
কি দিয়েছি,কি পেয়েছি নাইবা করি তার হিসেব,
হাসি মুখে বরণ করে নিব আজ এসেছে যে নববৈশাখ,
মনের গহীনে সুপ্ত বাসনা পূর্ণতা পাক সবার।
মানবতাকে হৃদয়ে লালন করতে হবে হোক সংকল্প সবার।
নাকীবা মৌরী – কবি ও সংগঠক।