অনেক যুগ আগে
শহরের রাস্তায় আমি
দেখেছি এক রাজকন্যা রে |
সলীল সুন্দরী মন তার
নিষ্পাপ চোখের চাওনি
হাতের কমল নখে
মমতাময়ী স্পর্শ |
বিশ সাল পর হটাৎ দেখি,
সময়ের ধাবিত চক্রে নিজেকে
রাখনি আর সৌন্দর্য নারী |
আজ ওই নয়নের কোনে
নেই কোনো আর
দুষ্টু মিষ্টি প্রেমের প্রতিবিম্ব!
তুমি তো ছিলে
সেই উড়ন্ত রঙিন প্রজাপতি!
তোমার রঙিন মন ঔজ্জ্বল্য করেছিল
অন্তরের নির্বোধ চাহনিকে,
তুমিই তো ছিলে তোমার মন চেতনার
জৈবিক বিকাশের এক দ্বার,
তবে আজ ওই মুখশ্রীতে
এক কালো মেঘের স্তর,
এ কোন অদৃশ্য কালবৈশাখীর আগমন|
এমন কি হলো আলোর পথিক
আজ অন্ধকারে দম বদ্ধ ঘরে
শুধু চক্ষু জলে এঁকে চলেছে
জীবনের পটচিত্র|
আজ এই সুন্দর মনের
প্রাণ খোলা হাসি
লুপ্ত পথে হেঁটে চলে |
নিজের প্রাপ্ত না চাওয়া গুলি
মরীচিকার ঘরে বদ্ধ করে
কোমল হাতে কাঁচের টুকরো
দিয়া শিরার ধমনীতে আঘাত,
এ আঘাত আসার কথা নয়,
তবে কেন এই আঘাত
তোমার হৃদয়ে বিরাজ করে?
তোমার বদ্ধ মনের চাবি
তোমার নিজ অন্তরের গহ্বরে লুকায়িত,
তুমি খোল ওই বদ্ধ মন কপাট,
দেখো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে
ওই রঙিন প্রজাপতির দল!
তুমি সেই প্রীতিলতা,কল্পনা দত্ত,
শিশিরকণা,বীণা দাস-
তোমার রক্তে আছে বৈপ্লবিক চেতনা,
তুমিই সেই যোদ্ধা সাহসী নারী |
তুমিই তো গড়বে নতুন শহর নতুন সমাজ,
তুমি ভুলে যেও না তোমার গহিন গর্ভে
এক নতুন জীবন কোষের প্রাণশক্তি|
তুমিই জননীর রূপ প্রকার,তুমিই স্বর্গের অপ্সরী |
রাজদীপমজুমদার_কবি,লেখক,সাহিত্যিকসও সংগঠক