কেশে গুঁজে দেব খয়েরী গোলাপ
সুচারু তোমার দৃষ্টি।
বদন তোমার উপচে পড়া হলুদ
বিধাতার অপূর্ব সৃষ্টি।
তুমি আমার উপন্যাসের নায়িকা
হয়তো কবিতার চরণ।
যুগল গানের সুরে মিশেছ তুমি
কাছে আসতে বারণ।
তুমি আমার গল্পের সারাংশ
অন্তরে এসে বিঁধো।
মনের মাঝি হয়ে বৈঠা চালাও
কেড়েছ রাতের নিধো।
বিচরণ তোমার সারা অংঙ্গে
চৈতন্য ভরা ক্ষণ।
তোমার ছোঁয়ায় আলোর ভুবন
ধন্য আজি মন।
অবলীলায় ছুটে চলো দিবানিশি
শীতল করি নয়ন।
তুমি আমার অহংকার যেন
কবিতা ঐ চরণ।
আব্দুল মতিন- সম্পাদক,চেতনা বিডি ডটকম