কবিতায় নই আমি !
কখনো খুঁজো না আমাকে,আমার কবিতার শব্দে —-
কিংবা শব্দের কি ফুল ফুটিয়েছি মনে মনে
সেখানেও কি পড়তে পারবে আমায়?
এই যে শব্দের মায়াজাল
বর্ণের ছিটেফোঁটায় আঁকড়ে থাকা যে প্রেম! অভিমান!
এগুলোতো তোমাদের গল্প—-
তুলে এনে এনেছিলাম বহ্নিমান চিতার ফুলকি থেকে
তুলে এনেছিলাম গভীর অনুভবে,
মুখের বলিরেখায় কি অপূর্ব নির্মানশৈলীতে সাজানো ছিলো তোমার নন্দিত -নিন্দিত গল্প!
তবু আমাকেই ভেবে নিলে সব গল্পের নায়িকা!
এতটা প্রকাশিতব্য নই আমি,চাইলেই পড়তে পারবে!
এতটা গহীনে কেউ পারেনি হাঁটতে
কি করে ঠিকানা পাবে! শুনবে আমার নিশ্চুপ কথার আওয়াজ!
একটা কবিতা লিখলেই ভাবো
তুমিই কাব্যের শিরোনামে —–
অথচ মানুষ দেখি আমি নির্নিমেষে
কত তার রূপ!
কত যে মুখোশে ঢাকা তার অবয়ব!
কত যে নিসৃত হয় মুখে মিথ্যের বেসাতি!
খুব টের পাই, অন্তরআলোকে—-
মানুষের নগ্ন কারসাজি,
কবিতায় এসব গল্পের রঙ ছুঁয়ে দেই
অতঃপর দাঁড়াই কাঠগড়ায়, তোমাদের আদালতে।
হাছিনা মমতাজ ডলি- কবি ও সাহিত্যিক।