এমন’ই একটি কবিতা লিখতে চেয়েছি
যে লেখার মাঝে থাকবে ভালো লাগার
“সে মানব!”
যে বহুকাল আগে——প্রথম বারের মতো একবার জন্ম নিয়েছিল এই পৃথিবীর বুকে।
যে “মানুষ’টিকে আমি চিনি!
আমি তাকে নিয়েই একটি কবিতা লিখতে চাই,,
যে আমার লেখায় এসে বার বার আটকে যায়;
আমি তার চলার শব্দ ঠিক অনুমানে বুঝে নিতে পারি
আমি তার চলার অঙ্গ ভঙ্গি লক্ষ্য করে চিনতে পারি
আমার লেখায় এমনই করে প্রতিবার……….সে আমার কবিতায় আসতে চায়!
আমি তাকে “ভালোবাসি” বলতে পারিনি আমার কবিতার ভাষায়!!
যদি বলি
জানি–সে’ও বুঝি,
থাকে আমার লেখার আশায়,,
এমনই করে কত রকম সকম ছন্দ লিখি তার উপমায়!
“সে মানব” কখনো আপন হতে চায়…..ভালবাসায় তার নাম লেখা হোক আমার কবিতায়
কেন এত চেনা চেনা ক্ষন তার কারণ!
হয়ে যায় আমার খাতার প্রতিটি কবিতায়:-
প্রেম বলে___
এসো এসো এই ভরা প্রেম যমুনায়,,
ভালবাসা যেন থাকে অমর হয়ে—– আজীবন এই কবিতায়……
মিতা – কবি, সাহিত্যিক ও গবেষক।