Take a fresh look at your lifestyle.

কবিতা

422

 

কবিতা তোমাকে সালাম!
তুমি রঙধনুর সাত রঙে।
কখনো অসীম গগনের ন্যায়
কখনো অভিমানের ঢঙে।
কতটা কষ্ট জমলে একফোঁটা
একফোঁটা কবিতার কালি হয়!
কতটা যন্ত্রণায় একটা শব্দ হয়?
কতবার বিরহ তটিনীর বুকে –
ডুবলে কবিতার ছন্দ হয় জানো?
দুঃখের সিন্ধু তলে আমি!
তোমায় অনুসন্ধানে মগ্ন।
ব্যর্থতার মালা জড়িয়ে
আমি নিত্য দিন কাব্য লিখি।
বিচ্ছেদের স্বাদে আমি বিষাক্ত
সবার দৃষ্টিতে তাই অবহেলা দেখি।
কবিতা সে-তো নিত্য আমার সাথী
কল্পনায় শুধু মিলন মালা গাঁথি।।

আব্দুল মতিন – সম্পাদক, চেতনা বিডি ডটকম 

Leave A Reply

Your email address will not be published.