কবি চাই লিখতে একখানি সাবলীল কবিতা
পাঠক চাই কবিতার শাশ্বত মানবিক সানিধ্যতা
হররোজ ভাবে কবি সেই ব্যথিত মনের যত কথা
হাটবিট বেড়ে যায় ভাঙ্গা বুকে উঠে ধুমায়িত ব্যথা
তবুও লিখতে চাই কবি একখানি সেই কবিতা
যেথা আছে প্রিয় মানুষের না বলা যত মনকথা
কৈশোর থেকে যৌবনে যবে দিয়েছিল দুটি পা
আহ্!কি রোমাঞ্চকর দৃশ্য অমিত মনৌমুগ্ধতা
খোলা আকাশের তারা গুনা দুষ্টমিষ্টি যত প্রহর
আর হুডখোলা রিক্সার ঝনঝন যান্ত্রিক যন্রনা
বাগানবিলাসের করতালি শুভেচ্ছা অষ্টপ্রহর
জুঁই চামিলির স্বপ্নময় বিচরিত হ্নদয়ের আঙ্গিনা
পালতোলা নৌকা আর ঢেউ খেলা জলরাশি
খেয়াঘাটে ভীড় জনতার বিরক্তময় অন্তিম হাসি
আরো ছিল জলকে বধুয়ার জল ভরা কলসি
দূরন্ত কিশোরীর জলে ভিজা দীঘল এলোকেশি
শুকনো পাতার মচ মচ শব্দের নির্জনতার ছুঁয়া
রোদে পুড়া কৃষকের অবারিত ফসলের সুঘ্রাণ
রাখালের বাঁশীতে ফুটিত সুর কাড়িত সকল হিয়া
টুপ টাপ জলে পড়া চলিত শিকারী পাখির অভিযান
পথ চেয়ে বসে থাকা নারীর অপেক্ষা আকুলতা
বেধবা -বিপত্নীক হ্নদয়ের সঞ্চিত সকল মৌনতা
পথ হারা পথিকের ক্লান্ত শরীরে গাছ তলে ছায়া
প্রেমানলে পুড়া মনের ভালোবাসা খুঁজে পাওয়া
শাশ্বত জীবনের অলিগলিতে ছড়ানো যত উপমা
ফুলবনে নিবিড় অভিসারে দুটি মনে যেতে চাওয়া
ভালোবেসে অন্যকে মিষ্টিকরে বলা,ওগোপ্রিয়তমা
তুমি হলে মোর জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার পাওয়া
আর চাওয়া পাওয়ার মাঝে ছিল কত মায়া মমতা মিলছিল অস্থির্মজ্জা শৌয্যবীর্যের জাগোতিক লড়াই
তাই বলে এক জীবনে কি আর ফুরায় এই সখ্যতা
কবিতার বাধনে কবি ও পাঠকের বন্ধুত্ব সবসময়।
কে এম নবী _কবি,লেখক,সাহিত্যিক ও সংগঠক