Take a fresh look at your lifestyle.

কবি নজরুল তোমাকে প্রয়োজন

29

 

জালিমের অত্যাচার-নিপীড়ন অবিচারে
মজলুম মানবতার অশ্রু ঝরে
পৃথিবী গ্রহটি প্লাবিত হয়েছে।
তারপর চৈত্রের দ্বিপ্রহর সূর্যের খরতাপে
সে অশ্রু বাষ্প হয়ে উড়ে গিয়ে
আকাশ মণ্ডলে ঘন কালো মেঘপুঞ্জে পরিণত হয়েছে ।
কে দাঁড়াবে তাদের পাশে
এই দুঃসময়ে
তাই তোমাকে খুব প্রয়োজন
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
ভূলোক দ্যুলোক গোলক কাঁপানো
বিদ্রোহী ঢ়েউয়ে সাগর মহাসাগর গর্জনে
আরেকবার ভেঙ্গে ফেলো জালিমের শৃংখল।
তোমার গান আর কবিতা অনুপ্রেরণা দাও
অসহায় মানবতাকে ।
অমানবিক জালিমের ভূমিকায়
শ্মশান হয়েছে ভূমন্ডল।
মানচিত্রটি হাঁসফাঁস করছে
পৃথিবী নামক গ্রহটিতে।
তোমার কলম আর আঙ্গুলের ছোঁয়া দাও
এ যুগের কবি ও লেখকদের।
জালিমরা শিখুক
ব্রিটিশরা তোমার বিদ্রোহকে কতটা মূল্যায়ন করেছে মানবতাকে কতটুকু শ্রদ্ধা করেছে ।
তাইতো এখনও ব্রিটিশরা সভ্য জাতি।
তোমার লেখনীর তাৎপর্য যেন
আজকের দিনের কবি-লেখকরা আমলে নেয় ।
কাজী নজরুল ইসলাম
মানবতার কবি প্রেমের কবি
অধিকার আদায়ের আন্দোলনে
সোচ্চার ভূমিকার কবি ।
তুমি তো অমর
আজ তোমাকে খুবই প্রয়োজন।

 

সরদার মুক্তার আলী- কবি ও সংগঠক, রাজশাহী। 

Leave A Reply

Your email address will not be published.