মুহুর্মুহু করতালি মানেই মহানন্দ, লড়াকু বুলবুলির নাচ
তুমি এভাবেই দেখে অভ্যস্ত।
আমি জানি হাততালির ভিন্ন কিছু অবস্তুক মানে।
রাত্রি তৃতীয় প্রহরে গড়ালে পদার্থের অবিনাশিতাবাদ
নিয়ে যখন হিমশিম তখন আব্বার কুঁড়েঘর থেকে
তিনবার করতালি বাজে, তাহাজ্জুদ শেষে আম্মা তবে ঘুমাতে গেলেন,
তার আগে তুললেন অদৃশ্য দেয়াল;
যতোদূর তালির আওয়াজ ততদূরে থাকবে ইবলিশ।
সে আওয়াজ কোনও এক জাদুর কাঠিতে হয়ে যায়
স্বস্তি ও নিরাপত্তার অবিনাশী শাল, তা দেয়া মুরগির
বুকের তলায় আমি চুপ করে বসে ওম খাই আর
পদার্থের পৃষ্ঠা ওল্টাই। তেল কমে আসা
হ্যারিকেনে কেরোসিন ভরি, আরও তো কিছুটা সময়
আমাকে আলো পেতে হবে।
মুজতাহিদ ফারুকী – কবি, সাহিত্যিক ও সাংবাদিক।